ক্রিমিনাল আইন

Adv.Habibullah Belali(Marof)

3 বছর

আমি অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালি (মারুফ), বাংলাদেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স)এবং এলএল.এম(মাস্টার্স) সম্পূর্ণ করি। বাংলাদেশ বার কাউন্সিলর কর্তৃক সনদপ্রাপ্ত হয়ে ক্রিমিনাল এবং পারিবারিক বিষয়ক আইনজীবী হিসেবে বর্তমানে ময়মনসিংহ জজ(সি২২২৪) কোর্টে মামলা পরিচালনা করে আসছি। বিগত ৩ বছর যাবৎ ক্রিমিনাল সংক্রান্ত মামলায় সরেজমিনে তদন্ত সাপেক্ষে, বাদী/বাদীনির সমস্যা গুলো নিখুঁত দক্ষতার সাথে সঠিকভাবে বিশ্লেষণ করে,প্রতিটি ধাপে বিশ্লেষণাত্মক গবেষণার মাধ্যমে এবং উপস্থিত সাক্ষীগনের সত্যতা যাচায় করে সত্য উৎঘাটন/ বিজয়ী হওয়ার লক্ষে প্রতিটি মামলায় সমাধানের আশায় প্রচুর অধ্যবসায় করে একইসাথে সৃজনশীলতা সৃষ্টির লক্ষে সফলতা অর্জন করার চেষ্টা করি।