ক্রিমিনাল আইন

Adv. Md. Yousuf Hossain

7 বছর

আমি মোহাম্মদ ইউসুফ হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে আয়কর পেশাজীবী (I.T.P) হিসেবে ২০১৭ সালে নিবন্ধিত হই এবং বাংলাদেশ বার কাউন্সিল থেকে ২০১৮ সালে এডভোকেট সনদপ্রাপ্ত হয়ে ঢাকা জজ কোর্ট এবং পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিজের মেধা, শ্রম ও অর্জিত জ্ঞানকে প্রয়োগ করে অধ্যবসায় এর মাধ্যমে নিষ্ঠার সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছি। সিভিল, ক্রিমিনাল(যৌতুক , নারী ও শিশু নির্যাতন , দন্ডবিধি ইত্যাদি), আয়কর আইন, কোম্পানী ল, ভ্যাট ও কাস্টমস, স্পেশাল ল, মানি লন্ডারিং আইন, হাইকোর্ট বিভাগে আগাম জামিন, আপিল সহ সকল প্রকার মামলায় অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি এবং অদ্যবধি প্রায় ৯০% সফল হয়েছি।