ক্রিমিনাল আইন

Adv. Ferdause Islam

6 বছর

আমি, মোঃ ফেরদৌস ইসলাম এলএল.বি (অনার্স), এলএল.এম অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট ও নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে সিভিল ও ক্রিমিনাল মামলাসহ যাবতীয় সকল প্রকার পারিবারিক মোকদ্দমা সততার সহিত পরিচালনা করছি। এমনকি আমি বিগত ০৬ বছর যাবৎ সকল মামলা/মোকদ্দমা সরজমিনে তদন্তের সাপেক্ষে, বাদী/বাদীনির সমস্যাগুলো দক্ষতার সাথে সঠিক বিশ্লেষণ করে, প্রতিটি ধাপে উপস্থিত স্বাক্ষীগণের সত্যতা যাচাই করে, বিজয়ী হওয়ার লক্ষে, সম্পর্কযুক্ত প্রতিটি মামলা/মোকদ্দমা সমাধানের আশায়, প্রচুর অধ্যবসায় করে, সৃজনশীলতা সৃষ্টির লক্ষে ৯০% সফলতা অর্জন করার চেষ্টা করি। একই সাথে জমি-জমা রেজিস্ট্রেশন ও নামজারি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন অত্যান্ত গুরুত্বের সহিত করে থাকি।